সুনামগঞ্জে দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে’র ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠদ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসা কতৃক আয়োজিত শ্রীমঙ্গল ও শাহজালাল মাজার শিক্ষা সফর শিক্ষার্থীরা পালিত করেছে।
২২-০২-২০২৫ ইংরেজি রোজ শনিবার । শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস।
শিক্ষা’সফর সম্পর্কে দ্বীনেরটুক দারুন কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্র নেতা মোঃ আনিছ আলী বলেন:- অজানাকে জানার জন্যে, অদেখাকে দেখার জন্যে মানবমনের কৌতূহল চিরন্তন। শিক্ষা”সফর শিক্ষার্থীর জীবনে মুক্তির স্বাদ এনে দেয় নিত্যনতুন করে অজানার রুদ্ধ দুয়ার খুলে দেয়। তারা নতুনকে দেখে, জানে, অনুভব করে। অচেনার সান্নিধ্যে এসে তারা আনন্দিত হয়।
অজানাকে মুগ্ধ বিস্ময়ে বরণ করে নেয় সফরের মধ্যদিয়ে অপরিচয়ের বেড়াজাল প্রতি মুহূর্তে উন্মোচিত হয়,রহস্যময় পৃথিবী তার অনুপম রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ নিয়ে শিক্ষার্থীদের কাছে ধরা দেয়। অপরূপ এই পৃথিবী থেকে রং-রস আহরণ করে শিক্ষার্থীরা জীবনকে রাঙিয়ে তোলে।
কোনো বস্তু বা দৃশ্যকে বই পড়ে করনা করা আর চোখে দেখে অভিজ্ঞতা সঞ্চয় করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আমরা এ রকম প্রত্যেক বছর প্রাণ প্রিয় ক্যাম্পাস থেকে বিভিন্ন জায়গায় শিক্ষা সফর করে থাকি।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বলেন মোঃ জাকির হোসেন
শিক্ষা সফর মানে শুধু পাঠ্যবই নয়, প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেওয়া, ভ্রমণ জ্ঞানকে মজবুত করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। শিক্ষা সফর আমাদের বিশ্বের নানা সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়।
এ বছর যারা শিক্ষা সফরে গিয়েছিলেন,তাদের নামের তালিকাঃ
১/ মোঃ জাকির হোসেন
২/ হাফিজ ইসলাম উদ্দিন
৩/ হাঃ সাইদুল হাসান সাহান
৪/ মাসুম আলিম
৫/ আনিছ আলী আলিম
৬/ হাঃ কাসেম আহমেদ
৭/ কামরুল হাসান পরিক্ষার্থী
৮/ সুমন আহমেদ
৯/বিল্লাহ আহমদ ১০ম
১০/কামরুল ইসলাম ৯ম
১১/ফাহিম আহমদ ১০ম
১২/ ইমাদ উদ্দিন ৯ম
১৩/ হোসাইন আলী ১০ম
১৪/ সুমন আহমেদ ৯ম
১৫/ সাহাব উদ্দিন
১৬/ শাহ আলম ৯ম
১৭/ নুর মিয়া পরীক্ষার্থী
১৮/ জাহিদুল ইসলাম ১০ম
১৯/শরিফুল আলম ১০ম
২০/ আতিকুর রহমান ১০ম
২১/ কামাল আহমেদ
২২/ মিনহাজ ৯ম
২৩/ বিল্লাল হোসেন ১০ম
২৪/ মকবুল হোসেন ১০ম
২৫/ তোফায়েল আহমদ ৯ম
২৬/ সাইদুল ইসলাম ৯ম
২৭/ জুবায়ের পরিক্ষার্থী
২৮/ সমশর আলী ১০ম
২৯/ মেহেদী হাসান আলিম
৩০/ আখল আলী পরিক্ষার্থী
৩১/ আবুল লেইছ নবম
৩২/ দুলাল পরিক্ষার্থী
৩৩/ পাবেল ৯ম
৩৪/ ইউনুছ আলী
৩৫/তৌহিদ
৩৬/ সোহান আহমেদ ৯ম
৩৭/ আব্দুল কাদির
৩৮/ নুরুল হক (ডে..ম)
৩৯/ জাবেদ আহমেদ
৪০/আবু বকর ফাজিল
৪১/ পারভেজ
৪২/ অলি ৯ম
৪৩/নজরুল ইসলাম ফাজিল,