ফাঁকা জায়গায় পড়ে ছিল এক ব্যবসায়ীর মৃতদেহ
পাবনার আতাইকুলায় ফাঁকা জায়গায় জমির পাশে থেকে জাহিদুল মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। নিহত ব্যাক্তি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের বাসিন্দা।ছোট পাথাইলে হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে ।নিহত পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টার সময় স্থানীয় কৃষকরা আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া জমিতে একটি মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে জানায়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও এলাকাবাসি বলেন, বুধবার (৯ এপ্রিল) সকালে কৃষক ও পথচারীরা ফাঁকা জায়গায় জনাবের বটতলা স্থানে জমির সাথে রাস্তার পাশে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। অল্প সময়ের ভিতরে অনেক মানুষ জড়ো হয় মৃতদেহ দেখাতে। পরে পুলিশে খবর দেওয়া হয়।নিহতের পরিবার খবর পেয়ে তার ভাই আসাদ মোল্লা ও চাচা রফিকুল ইসলাম এসে পরিচয় নিশ্চিত করে।
এলাকার ইউপি সদস্য আব্দুল বারী জানান, খবর পেয়ে এখানে এসেছি। রাতে যে কোন সময় কুপিয়ে হত্যা করেছে। মৃতদেহ উপুড় হয়ে পড়ে আছে। নিহতের ঘাড়ে ও মুখে কোপের দাগ আছে। পরনে লুঙ্গী, বয়স্ক মানুষ।
এই বিষয়ে আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে খবর দিয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। নিহতের স্বজনরা এসেছে।